সুবিধা বঞ্চিতদের জন্য মাসব্যাপী ইফতারের ২য় ধাপ শুরু টঙ্গীতে

0
223
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরে সুবিধা বঞ্চিত ও অসহায়দের জন্য বিএনপি নেতার মাসব্যাপী গণ-ইফতারের দ্বিতীয় ধাপ আজ রোববার ৮ রমজান থেকে ৭ দিন ব্যাপী শুরু হলো টঙ্গীতে ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট  বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের ছেলে,গাজীপুর মাহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির আয়োজনে মাসব্যাপী গণ ইফতার-২০২৫ দ্বিতীয় ধাপের কার্যক্রম আজ ৯মার্চ শুরু হয়েছে। এতে সার্বিক তত্বাবধান করছেন টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন অহমেদ। ৭ দিন ব্যাপী ইফতারের বিশেষ এই কার্যক্রম টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে চলবে।

পরবর্তীতে ইফতারের এই পর্যায়ক্রম গাজীপুর মহানগরের অন্যান্য স্থানে চলবে। এ কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি টিম করে দেওয়া হয়েছে।
এসময় এতিম, অসহায়, ভাসমান ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ইফতার করেন গাজীপুর মাহানগর টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন অহমেদ, আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ অধ্যক্ষ আঃ রাজ্জাক মিয়,টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল সাবেক সাংগঠনিক সম্পাদক  সাথী প্রমুখ। ইফতারের বিশেষ এই আয়োজনকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।
সরকার জাবেদ আহমেদ সুমন জানান, সারা দিন রোজা শেষে অসহায় মানুষ যেন ইফতার থেকে বঞ্চিত না হয়, সেজন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্জুরুল করিম রনির আয়োজনে এই ইফতারে প্রতিদিন ২ হাজার রোজাদারের ইফতারের ব্যবস্হা করা হয়েছে। গাজীপুর মহানগরের ৪টি থানায় ৭দিন করে ২৮দিন এবং নিজ গ্রাম সালনায় ২দিন, মোট ৩০দিন বা মাসব্যাপী গণ-ইফতারের আয়োজন করা হয়েছে । এবং ঈদেরদিন ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিতদের নিয়ে ঈদের নামাজ আদায় শেষে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার কর্মসূচী নিয়েছেন এই তরুন জনপ্রিয় নেতা এম মন্জুরুল করিম রনি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here