ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে গুড নেইবারস ওয়েলফেয়ার অর্গানাইজেশন

0
12
728×90 Banner

গুড নেইবারস ওয়েলফেয়ার অর্গানাইজেশন গত ১৫ মার্চ ২০২৫ইং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯, ৫৫, ৫৬ এবং ৫৭ নং ওয়ার্ডে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করেছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে, যা তাদের ভিটামিন-এ এর অভাব দূর করে চোখের সমস্যা ও অন্যান্য স্বাস্থ্যগত জটিলতা প্রতিরোধে সহায়তা করবে।
ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনটি গুড নেইবারস ওয়েলফেয়ার অর্গানাইজেশন সরকারের স্বাস্থ্য বিভাগের সহযোগিতা নিয়ে বাস্তবায়ন করছে। এই উদ্যোগে স্থানীয় জনগণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি, গুড নেইবারস ওয়েলফেয়ার অর্গানাইজেশন আশা করছে যে, এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা করা সম্ভব হবে, যা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ৫৪২৮ জন বাচ্ছাকে ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ৩৫৪৮২ জন বাচ্ছাকে খাওয়ানো হয়েছে এবং ৬ মাস পূর্ণ হলে মায়ের বুকের দুধের পাশাপাশি পরিমান মত ঘরের তৈরি সুষম খাবার খাওয়ানোর বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হয়। উল্লেখ্য গুড নেইবারস ওয়েলফেয়ার অর্গানাইজেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অ্ঞ্চল ৩ এর ২৯, ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডে ৩১ কেন্দ্রর মাধ্যমে এ কার্যকর্ম পরিচালনা হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here