শিশু ধর্ষণ মামলায় অভিযুক্তকে পিটিয়ে হত্যার অভিযোগ

0
12
728×90 Banner

ডেইলি গাজীপুর,বরিশাল প্রতিনিধি: বরিশালে চার বছর বয়সী কন্যাশিশু ধর্ষণ মামলার আসামিকে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত মো. সুজন (২৪) নগরের ধান গবেষণা রোড জিয়ানগর এলাকার বাসিন্দা মো. মনিরের ছেলে।
পেশায় সুজন একজন থ্রি-হুইলার চালক।
শনিবার (১৫ মার্চ) রাতে তার মরদেহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।
এর আগে শনিবার বিকেলে বরিশাল নগরের ধান গবেষণা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে জিয়ানগর এলাকায় এক শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়। এ ঘটনায় শনিবার সুজনকে আসামি করে ওই শিশুর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেছেন। পরে শনিবার বিকেলে অভিযুক্তকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুজনের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শফিকুল আলম জানিয়েছেন, সুজন শরীরের পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয় এবং ওয়ার্ডে নেওয়ার কিছু সময় পরেই তার মৃত্যু হয়। তার শরীরের ভেতরে রক্তক্ষরণ হয়েও মৃত্যু হতে পারে অথবা ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছুই বলা সম্ভব নয়।
এদিকে ভিকটিম শিশুকন্যার রিকশাচালক বাবা বলেন, সুজনের বাসার মালিক শুক্রবার দুপুরে তার কন্যাকে বাটিতে তরকারি দেয়। তরকারি রেখে বাটি ফেরত দিয়ে বাসায় ফেরার সময় দেখতে পায় সুজনের ঘরে টিভিতে কার্টুন চলছে। তখন কার্টুন দেখতে চেয়ারে বসে পড়ে। এ সময় বাসায় একা থাকা সুজন তার কন্যাকে ধর্ষণের চেষ্টা করে। তখন কন্যা চিৎকার করলে বাসা থেকে বের করে দেয়। ঘরে ফেরার পর বিষয়টি সে তার মাকে জানায়। পরে তারা এ বিষয়ে বাসার মালিকের কাছে বিচার দেন। পরে পুলিশ এসে ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার থানায় তারা মামলা করেন। সন্ধ্যায় বাসায় গিয়ে শুনতে পান সুজনকে এলাকাবাসী ধরে মারধর করেছে। এখন শুনছি তিনি মারা গেছেন।
অপরদিকে নিহত সুজনের মা মঞ্জু বেগম অভিযোগ করেন, তার ছেলে নির্দোষ। মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় তাকে ফাঁসানো হয়েছে। পরে ২০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করার জন্য কয়েকজন প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় স্থানীয় বাধন, বাচ্চু, সাদ্দামসহ ১০ থেকে ১৫ জন তার ছেলেকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করেছেন। সন্তান হত্যার বিচার দাবি করেছেন মঞ্জু বেগম ও তার স্বামী মো. মনির।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here