

লালপুর ( নাটোর) প্রতিনিধি: লালপুরে গোপালপুর পৌরসভা সহ ১০টি ইউনিয়নে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ ) লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১বার তপোধ্বনি , শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন , কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়। এর আগে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবির, লালপুর থানাা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, একাডেমিক সুপারভাইজার সা’দ আহমাদ শিবলী, বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ মো. নাঈম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও প্রতিষ্ঠানের প্রধানগণ।
লালপুর উপজেলা প্রেসক্লাব, বিলমাড়ীয়া মডেল একাডেমী , বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয় , ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থা আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে ।
