লালপুরে আইনজীবীর বাড়িতে ডাকাতি: আহত ৩

0
28
728×90 Banner

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে আইনজীবীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এঘটনায় আইনজীবী ও মহিলা সহ ৩ জনকে কুপিয়ে আহত করে নগদ টাকা সহ প্রায় ১০ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) উপজেলার চকবাদেকুলপাড়া গ্রামে এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে গভীর রাতে এ ঘটনা ঘটে। তিনি মৃত ননী গোপাল দাসের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে মুখোশধারী ডাকাত দল এ্যাড: সাধন কুমার দাসের বাড়িতে প্রবেশ করে তাকে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরিবারের দাবি এসময় তারা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা ও প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে এ্যাড: সাধন কুমার দাস, তার ভাতিজা রিপন কুমার দাস (৩৫) ও ভাতিজার স্ত্রী সুমী রানী (২৫) আহত হয়। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় এ্যাডভোকেট সাধন কুমার ও রিপনকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।
এ এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মমিনুজ্জামান জানান, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here