
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর তালতলী এলাকায় গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্য হয়েছে ।
নিহত হলেন, ধামরাইয়ের মধুভাঙ্গা গ্রামের হযরত আলীর ছেলে মো.মজিবুর রহমান(৫০)।
পুুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর তালতলী এলাকায় মান্নান চৌধুরী দু-তালা বাড়িতে ওই নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। দু-তালা ভবনের ১-ফিট পাশ দিয়ে পল্লিবিদ্যুৎয়ের লাইন অতিবাহিত হয়েছে। এসময় নির্মাণ শ্রমিক মজিবুর রহমান ওই ভবনে পিলারের কাজ করছিলেন। হঠাৎ করে তার হাত থেকে রডটি বিদ্যুৎয়ের লাইনের সাথে স্পর্শ হলে ওই শ্রমিকটি ভবন থেকে মাটিতে পড়ে গেলে সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়।
বাড়ির মালিক আব্দুল মান্নান জানান, আমি বাড়ির কাজ করার জন্য ঠিকাদারকে কন্টাক দিয়েছি । বিষয়টি ঠিকাদার দেখবে।
এ বিষয়ে ঠিকাদার মো. মোস্তফার সাথে যোগাযোগ করতে গেলে তার মুঠোফোনে বন্ধ পাওয়া যায়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো.শফিকুল ইসলাম জানান, দুপক্ষে মিমাংসা হয়ে লাশটি নিজ বাড়িতে নিয়ে গেছে।
