এবারের ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক

0
204
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: অন্যান্য বছরের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো দাবি করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’
ঈদে সড়ক-মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও বির্বিঘ্ন করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে করণীয় নির্ধারণে বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।
তিনি বলেন, ‘আমরা দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরেছি। গণশুনানি করেছি। রাস্তাঘাট সম্পর্কে অন্যান্য বছরের মতো বড় রকমের সমস্যার কথা শুনতে পাইনি। আমাদের ধরণা ও বিশ্বাস, এবারের রাস্তাঘাটের অবস্থা অন্যান্য বছরের চেয়ে তুলনামূলকভাবে ভালো। সেদিক থেকে আমরা দাবি করতে পারি মহাসড়কে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কিছুদিনের মধ্যে চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন জানিয়ে সচিব বলেন, আমরা আগেভাগেই একটি মিটিং করেছি। তিনি আসার পর আরেকটি মিটিং হয়তো তিনি করতে পারেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here