
হলধর দাস, নরসিংদী থেকে : শিবপুরের কামারটেক এলাকার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক নরসিংদী জেলা দুর্ নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান বশিরুল ইসলাম বশির ও তাঁর পরিবারের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে বিগত বছরের ন্যায় এবারও অসহায় গরীব দু:খী মানুষের মাঝে খাদ্য সামগ্রী,নগদ টাকা বিতরণ করেছেন। গত ১৭ মে রোজ শুক্রবার কামারটেক নিজবাড়িতে পিতার নামে প্রতিষ্ঠিত “ তালেব হোসেন মেমোরিয়াল একাডেমি ” প্রাঙ্গনে দিনব্যাপী প্রায় আট শতাধিক অসহায় গরীব দু:খীর মাঝে এসব খাদ্য সামগ্রী ও নগদ টাকা বিতরণ করেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, তেল, চিনি, ছোলা, সেমাই, মুড়ি ও ট্যাংক।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ হোসেন প্রধান । বিশেষ অতিথি ছিলেন রোটারিয়ান বশিরুল ইসলামের-এর বড়ভাই রামিজুল ইসলাম ও আমেরিকা প্রবাসী কন্যা সানিয়া ইসলাম জিদনী।
তালেব হোসেন একাডেমির সভাপতি অধ্যাপক মোঃ তফাজ্জল হোসেন এর সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমি পরিচালনা পরিষদের সদস্য বিলকিস আক্তার, মোঃ ওহায়েদুলাহ, নরসিংদী প্রেসক্লাব ও জেলা দুর্ নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, নরসিংদী প্রেসক্লাব সদস্য তোফাজ্জল হোসেন, শিবপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এস এম খোরশেদ আলম প্রমুখ। রোটারিয়ান বশিরুল ইসলাম বলেন, “মানুষ মানুষের জন্য” এই শ্লোগানকে বিশ্বাস করেই আমি প্রতিবছর আমার এবং আমার পরিবারের আয়ের একটা অংশ পরিত্র রমজান মাসে দরিদ্র মানুষের সহযোগিতায় ব্যয় করে থাকি। আমি শুধু রমজান মাসেই নয় ,সারাবছরই অসহায় মানুষদের পাশে থেকে তাদের সহযোগিতা করে থাকি। সকলের দোয়া ও আশীর্বাদ চাই যেন সবসময়ই তাদের সাহায্য সহযোগিতা করতে পারি।
