বাসে আগুন,টোল না দেয়ায় আটকে গেলো ফায়ার সার্ভিসের গাড়ি (ভিডিও)

0
233
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: বাসের আগুন নেভাতে গিয়ে টোল পরিশোধ না করায় বঙ্গবন্ধু সেতুতে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সেতুর টোলপ্লাজায় এ ঘটনা ঘটে।বঙ্গবন্ধু সেতুতে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি গাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা যায়।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফেরদৌস বলেন, জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন দিয়ে বাসে আগুন লাগার ঘটনা ও সংবাদদাতার ০১৭৩৫৬৩৭৭৯৪ মোবাইল নম্বরটি দেয়া হয়। আমরা ওই নম্বরে যোগাযোগ করে ঘটনা নিশ্চিত হই।

ঘটনা জানার পর ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের জন্য টোল প্লাজার সামনে পৌঁছালে সেতু কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের গাড়ি আটকে দেয় এবং ৮৫০ টাকা টোল দাবি করে আটকে রাখে। বেশ কিছুক্ষণ অপেক্ষা ও সেতু কর্তৃপক্ষকে অনুরোধ করার পরও ঢুকতে পারিনি।পরবর্তীতে সেতু কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের গাড়ি ফেরত পাঠিয়ে দেয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে বঙ্গবন্ধু ব্রিজ অথোরিটি (বিবিএ) আহসান হাবিব বাপ্পির সঙ্গে মুঠোফোনে ও সরাসরি দেখা করা সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here