
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর খ্যাতনামা সমাজকর্মী, শিক্ষানুরাগী, রাজনীতিক মোস্তফা জামানের ২১তম মৃত্যুবার্ষিকী শুক্রবার ২৬জুলাই। এ উপলক্ষে মরহুমের পরিবারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সালামত উল্যাহ মাস্টার মেমোরিয়াল ট্রাষ্ট, জামান মেমোরিয়াল একাডেমি, মোস্তফা জামান ফাউন্ডেশন, জামান স্মৃতি সংসদ, জামান স্মৃতি পাঠাগারের কর্মসূচীর মধ্যে রযেছে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শ্রদ্ধাঞ্জলি অর্পন, কবর জিয়ারত, আলোচনা সভা, মোস্তফা জামান শিক্ষাবৃত্তি প্রদান, দোয়া ও মিলাদ মাহফিল। উল্লেখ, টঙ্গীর এ সমাজকর্মী ১৯৯৮সালের এইদিনে মাত্র ৩০বৎসর বয়সে মারা যান ।
