জামালপুরের বকশীগঞ্জে পদ্মা সেতু নিয়ে ফেসবুকে অপপ্রচার, আটক ১

0
256
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জামালপুরের বকশীগঞ্জে শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে পদ্মা সেতু নিয়ে গুজব ছড়ানো ও সেতুমন্ত্রীকে কটুক্তি করায় এক যুবককে আটক করেছে র‍্যাব। আটক ফারকান হোসেন উপজেলার ধারারচরের সোনা মিয়ার ছেলে।
জামালপুর র‍্যাবের সিপিসি-১ এর উপ-পরিচালক এসপি মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, Md Sonju khan ফেসবুক আইডি থেকে ‘সেতুমন্ত্রীর মাথা কেটে প্রথমে পদ্মাসেতুতে দেয়া হোক। তারপর অন্য মায়ের সন্তানদের মাথা’ স্ট্যাটাস দেয়ায় ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
এসপি তোফায়েল আরো জানান, কয়েকদিন ধরে পদ্মা সেতু নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে, পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব গুজবে কান না দিতে সবাইকে আহবান জানিয়েছেন এসপি তোফায়েল।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here