
ডেইলি গাজীপুর প্রতিবেদক:‘পরিকল্পিত ফল চাষ যোগাবে পুষ্টি সম্মত খাবার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ৩০ জুলাই মঙ্গলবার সকালে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৯’ পরিদর্শণ শেষে মেলা চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ অ্যাড. আমানত হোসেন খান। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ সফিউর রহমান জোয়ার্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মাষ্টার, পাবুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন এবং সংশ্লিষ্ট দপ্তরের সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ। পরে মেলায় আগত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি বিনামূল্যে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করেছেন। মেলা চলবে আগামি ১ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল-সন্ধ্যা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
