
ডেইলি গাজীপুর প্রতিবেদক: শনিবার বিকেলে রাজধানীর দক্ষিনখান এলাকায় ন্যায্য মূল্য থেকে অতিরিক্ত মূল্যে সিগারেট বিক্রির দায়ে ৩ জন বিক্রেতাকে আটক করে দক্ষিনখান থানা পুলিশ।
বেশ কিছু সিগারেট বিক্রেতা দক্ষিনখান আমতলা এলাকায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর উৎপাদিত কম মূল্যের সিগারেট (পাইলট, ডার্বি ও হলিউড) নির্ধারিত মূল্য ৪ টাকায় বিক্রি না করে ৫ টাকায় বিক্রি করছে মর্মে এলাকার ভোক্তাগন স্থানীয় পুলিশকে অভিযোগ করে আসছিলো। এরই প্রেক্ষিতে আজকের অভিযান পরিচালিত হয়।
অভিযানকারী দলটি দক্ষিনখান আমতলা এলাকায় পরিদর্শনকালে ৮টি দোকান পরিদর্শন করে হেলাল স্টোর, ইয়ামিন স্টোর ও বাবুল স্টোপরে বেশী দামে সিগারেট বিক্রির সত্যতা পান ও দোকান সমূহের মালিকগনকে সরকার ও কোম্পানী নির্ধারিত দামের চেয়ে বেশী দামে সিগারেট বিক্রির দায়ে আটক করেন।
আটককৃতরা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর স্থানীয় পরিবেশক ও স্থানীয় কাউন্সিলরের শরনাপন্ন হলে ও ভবিষ্যতে বেশী দামে আর সিগারেট বিক্রি করবে না মর্মে মূচলেকা প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ এর স্থানীয় পরিবেশক আজাহার ট্রেডিং লিঃ এর চেয়ারম্যান রাকিব উদ্দিন সরকার পাপ্পুর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যে, বাজেট পূর্ববর্তী ও পরবর্তী সময়ে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে অতিরিক্ত মুনাফা লাভের জন্য ভোক্তাদের ক্ষতিগ্রস্থ করে বেশী দামে সিগারেট বিক্রি করে।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ সব সময় ভোক্তা ও বিক্রেতা উভয়ের স্বার্থ বিবেচনা করে ব্যবসা পরিচালনা করে এবং আজাহার ট্রেডিং লিঃ এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বক্ষণিক বাজার পর্যবেক্ষণ অব্যহত রেখেছে মর্মে তিনি জানান।
