
ডেইলি গাজীপুর প্রতিবেদক: শুক্রবার সকাল ১০টায় টঙ্গীতে এনএফসি চাইনিজ রেস্টুরেন্টে টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের প্রথম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আ.স.ম জাকারিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আজিজ টিপুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
আগামী দুই বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন, সভাপতি শাহজাহান শোভন, সহসভাপতি চঞ্চল রহমান, সাধারণ সম্পাদক উজ্জল লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাজিব, সাংগঠনিক সম্পাদক আতিক মুসাফির, অর্থ সম্পাদক মোমেনা সরকার, অনুষ্ঠান সম্পাদক নাদিম মোড়ল,প্রশিক্ষণ সম্পাদক এস এম রায়হান রিপন, তথ্য ও গবেষণা সম্পাদক অমল কৃষ্ণ রায়, প্রচার ও দপ্তর সম্পাদক পারভেজ আহমেদ, নির্বাহী সদস্য আ.স.ম জাকারিয়া, আজিজ টিপু, আব্দুল মান্নান মাষ্টার, শফিকুল ইসলাম শফিক, আব্দুল্লাহ নোমান স¤্রাট।
