
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ঢাকার ধামরাইয়ে বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআইয়ের দুই দিন ব্যাপি বার্ষিক সমন্বয় সভা- ২০১৯ শনিবার শুরু হয়েছে। রবিবার সভার শেষ দিন। সংস্থার সকল এমআর, উন্নয়ন কর্মকর্তা এবং কেন্দ্রীয় কর্মকর্তাবৃন্দ সূতিপাড়া এফটিসিতে আয়োজিত এ সভায় অংশ গ্রহণ করেন। সভায় অংশ গ্রহণকারীরা বিগত বছরে দেশের বিভিন্ন অঞ্চলে পিকেএসএফ, ইফাদ, ওয়ার্ল্ড ব্যাংক, কেজিএফ, অক্সফাম, এর সহযোগিতায় সংস্থার বিভিন্ন প্রকল্পের উন্নয়ন কার্যক্রম, সফলতা ও সুবিধা-অসুবিধার বিষয়াবলী তুলে ধরেন।
সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক সামছুল হক। প্রধান অতিথি ছিলেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। প্রধান অতিথি বিভিন্ন ধরণের ইনষ্টিটিউশনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘যে জাতির ইনস্টিটিউশন যত শক্তিশালী, সে জাতি তত শক্তিশালী’। তিনি ধামরাইয়ে বিষমুক্ত সবজি উৎপাদন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের প্রসংশা করেন্। তিনি কার্যক্রমে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোরও তাগিদ দেন।
উপ-নির্বাহী পরিচালক মো. আবু বকর সিদ্দিকসহ সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, প্রকল্প কর্মকর্তা মো. আশরাফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ সভায় উপস্থিত ছিলেন।
