
উজ্জ্বল রায় নড়াইল প্রতিনিধি: নড়াইলে থানা পুলিশ অভিযান চালিয়ে দু’টি ব্যাটারী চালিত চোরাই ভ্যানসহ একজন চিহ্নিত ভ্যান চোরকে আটক পুলিশ সুত্রে জানা গেছে, পৌর এলাকার মাইট কুমড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুর রশিদের ৮বছরের ছেলে ব্যাটারী চালিত ভ্যান চালিয়ে বৃদ্ধ পিতা-মাতাকে নিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলো। গত ৬ আগষ্ট যাত্রী বেশে দু’জন চোর ভ্যানভাড়া করে হাসপাতাল চত্বরে আসেন। শিশু ভ্যানচালকে সিংগাড়া কিনতে পাঠায় দোকানে। শিশুটি দোকানে গেলে চোরচক্র ভ্যানটি নিয়ে সটকে পড়েন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে পুলিশ প্রশাসনের নজরে আসে। এসআই মিল্টন কুমার দেবদাস জানান, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম),বার’র নির্দেশে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত এমপি মাশরাফি বিন মর্তুজার দেওয়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করে গভির রাতে নড়াইলের কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার চৌগাছা গ্রামের কিবরিয়া মোল্যার ছেলে ভ্যানচোর সবুজ মোল্যাকে দু’টি ব্যাটারী চালিত চোরাইভ্যানসহ আটক করেন। সবুজের স্বীকারোক্তি অপর সহযোগী একই গ্রামের ইলমত শেখের ছেলে জসিম শেখ পলাতক রয়েছে। উদ্ধারকৃত ভ্যান তাদের পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে। চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করে আসামীকে সকালে আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরন করা হবে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন পিপিএম),বার’র বলেন পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত এমপি মাশরাফি বিন মর্তুজার দেওয়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোর সনাক্ত করেছে। থানার এসআই মিল্টন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামান, অভিযান চালিয়ে দু’টি ব্যাটারী চালিত চোরাই ভ্যানসহ একজন চিহ্নিত ভ্যান চোরকে আটক করেছে। নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন দিবাগত গভির রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
