
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আগামী ১৬ নভেম্বর কেন্দ্রীয় সম্মেলনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয়ে থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন মনি সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সনজিত মল্লিক বাবু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক, ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনিরুজ্জামান মনির, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি নূর মোহাম্মদ মামুন, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, হামিদুর রহমান তুহিন, মনির হোসেন মোল্লা, ইমাম হোসেন, সাজিদ খান টুটুল, থানা সহ সভাপতি সাইদুল হক লিটন প্রধান, কবির শাহ, স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আলা উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক ইমরান তালুকদার বশির, জামাল হোসেন, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা জয় সরকার, এস এম আনোয়ার হোসেন, শহীদ জঙ্গী, লিটন খান, সাইদুল লস্কর, জাকির হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে আগামী ১৬ই নভেম্বর স্বেচ্ছাসেবক কেন্দ্রী সম্মেলনে গাজীপুর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে দুইশ’টির অধিক গাড়ী বহর নিয়ে সম্মেলনে যোগদান করার আশ্বাস দেন।
