
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ২০২০ সালে অনুষ্ঠিতব্য ৫৫তম বিশ্ব ইজতেমা উপলক্ষে আইনশৃংখলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইজতেমা ময়দানে এ সভা আয়োজন করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন র্যাব-১ এর সিইও লে. কর্ণেল সারওয়ার-বিন-কাশেম, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার নাবিলা জাফরিন রিনা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম আজাদ মিয়া, র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, ফায়ার সার্ভিস গাজীপুর-২ জোনের উপ-সহকারি পরিচালক মানিকুজ্জামান, ইজতেমা ময়দানের জিম্মাদার প্রকৌশলী মেজবাহ উদ্দিন খন্দকার, মাহফুজুর রহমান, প্রকৌশলী নূর মোহাম্মদ। অনুষ্ঠানে টঙ্গী জোনের সহকারি পুলিশ কমিশনার আহসানুল হক, টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক, পূর্ব থানার ওসি মো. কামাল হোসেন, টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমানসহ জেলা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ব ইজতেমা চলাকালীন সময় আইনশৃংখলাসহ সার্বিক পরিস্থিতি কিভাবে সুষ্ঠু-সুন্দর রাখা যায় সেসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ১০ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি প্রথম পর্ব কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের আহমদপন্থীরা আয়োজন করবে। এরপর ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত তিনদিন ভারতের মাওলানা সা’দ কান্ধলবীপন্থী মাওলানা ওয়াসিফুল ইসলামের অনুসারীরা বিশ্ব ইজতেমা পরিচালনা করবেন।
