ভূমিহীনদের উপর হামলা, মামলা, নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন

0
206
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: আজ ৭ ডিসেম্বর ২০১৯ শনিবার সকাল ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে “ভূমিহীনদের উপর হামলা, মামলা, নির্যাতন বন্ধের দাবীতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমিন, নাগরিক পরিষদের আহবায়ক ও ভূমিহীন আন্দোলনের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শামসুদ্দিন, সভাপতি সাইদুর রহমান লুৎফর, সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ, কার্যকরী সদস্য আব্দুল মান্নান, মোঃ ফজলু সহ বিভিন্ন জেলার ভূমিহীন ভুক্তভোগীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় অসহায় ভূূমিহীনরা ভূমিদস্যুদের দ্বারা মিথ্যা মামলা-হামলা, নির্যাতনের শিকার হচ্ছেন। ভূমিদস্যুরা রাজনৈতিক ছত্রছায়ায় এসব অপকর্ম করছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। স্বাধীনতার পর থেকে অদ্যাবধি হাজার হাজার ভূমিহীনদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, অথচ একজন ভূমিদস্যুকেও আইনের আওতায় আনা হয়নি। ঢাকার আশেপাশে খাসজমিগুলো দখল করে আছেন ভূমিদস্যুরা, রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গিয়ে নদ-নদী দখল করছেন। তাদের সহযোগিতা করছেন সরকারি আমলা ও ভূমি অফিসাররা। আমরা এদেশের নাগরিক হয়েও আমাদের মৌলিক অধিকার বাসস্থান থেকে বঞ্চিত। স্বাধীনতার পর থেকে যাঁরাই রাষ্ট্র পরিচালনা করেছেন তাঁরা ভূমিহীনদের জন্য কিছুই করেনি। নিজেদের আখের গুছাতে ব্যস্ত ছিলেন সবাই। আমরা সারাদেশে ভূমিহীনদের উপর হামলা, মামলা, নির্যাতন বন্ধের দাবী জানাচ্ছি। একই সাথে ভূমিদস্যুদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের দাবীগুলো নিম্নরূপ:
* সকল ভূমিহীনদের বাসস্থান নিশ্চিত করে, উচ্ছেদ করতে হবে।
* ভূমিহীনদের মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে ও ভূমিদস্যুদের আইনের আওতায় আনতে হবে।
* দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এবং দুর্নীতিবাজ, ব্যবসায়িক ও সিন্ডিকেটদের আইনের আওতায় আনতে হবে।
* এনজিও’র নামে সুদের ব্যবসা বন্ধ করতে হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here