
মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নেশা জাতীয় ১৭৯৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যা-৫।আটককৃত মাদক ব্যবসায়ী পাঁচবিবির কয়া সীমান্তের রামভদ্রপুর গ্রামের মৃত গয়ের উদ্দিন মন্ডলের ছেলে রবিউল আলম (৪৫)।
রোববার সকালে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে পাঁচবিবির কয়া সীমান্তের রামভদ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৭৯৮ পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আসামী রবিউল হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রবিউলের বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
