ঠাকুরগাঁওয়ে গম বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

0
281
728×90 Banner

মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চুক্তিবদ্ধ গমবীজ চাষীদের গমবীজ উৎপাদন কলাকৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিএডিসির ঠাকুরগাঁও কন্ট্রাক গ্রোয়ার্স জোনের আয়োজনে সদর উপজেলার কচুবাড়ী তরুণ ক্লাব মাঠে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষণে বক্তব্য রাখেন, কন্ট্রাক গ্রোয়ার্স বগুড়া জোনের যুগ্ন পরিচালক কবীরুল হাসান, দিনাজপুর বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে যুগ্ন পরিচালক মোশাব্বের হোসেন, দিনাজপুর গম ও ভুট্রা গবেশষণা ইন্সটিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আব্দুল হাকিম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দীক, বিএডিসির বিপণন দিনাজপুর জোনের উপ- পরিচালক মোজাফ্ফর হোসেন, ঠাকুরগাঁও বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক মিজানুর রহমান, কন্ট্রাক গ্রোয়ার্স জোনের উপ-পরিচালক আওলাদ হাসান সিদ্দীকী, অধিক বীজ উৎপাদন কেন্দ্রের উপ-পরিচালক তাজুল ইসলাম, চুক্তবদ্ধ চাষী আল মামুন খান, শাহাদাৎ হোসেন প্রমূখ।
এ সময় বিএডিসির ঠাকুরগাঁও জোনের সহকারী পরিচালক, উপ- সহকারী পরিচালকগণসহ শতাধিক চুক্তবদ্ধ গমচাষি অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে গমবীজ উৎপাদনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে ঔ এলাকার বিএডিসির চুক্তিবদ্ধ চাষি শাহাদাৎ হোসেনের বাড়ি গম ৩৩ জাতের গমের স্কীম পরিদর্শন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here