আইনমন্ত্রীর খাদ্য সহায়তা পেল ৯০০ পরিবার

0
136
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: নিজ সংসদীয় এলাকার জন্য আইনমন্ত্রী আনিসুল হক এম.পির পাঠানো খাদ্য সহায়তা পেয়েছে ৯০০ পরিবার। রবিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামের ৯০০ পরিবারের মাঝে এই খাদ্য সহায়দা প্রদান করা হয়। সোনারবাংলা অ্যাডভোকেট সিরাজুল হক উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর পক্ষে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া খাদ্য সহায়তা তুলে দেন।
এ সময় বায়েক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন ভূইয়া, বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক মো. নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।
কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জানান, মন্ত্রীর নির্দেশে দলীয় নেতাকর্মীরাও দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছেন। মন্ত্রীর পক্ষ থেকে কর্মহীনদের জন্য যা কিছু দরকার করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here