
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গী ও গাজীপুরে আন্তর্জাতিক পরমাণুবিজ্ঞানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল এমপির পরিচালনায় গাজীপুরের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা পবিত্র কোরআন খতম, দোয়া মিলাদ মাহফিল, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং রোজাদারদের মধ্যে ইফতার ও রাতের খাবার বিতরণ করেছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এ সময় তার সাথে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব কাউসার সরকার, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন, জসিম উদ্দিন মাতাব্বর, লোকমান হোসেন, ইব্রাহিম মিয়া, মিন্টু মিয়া, হোসেন আলী, ছাত্রলীগ নেতা শাহাজাদা সেলিম প্রমুখ। পরে রাত ১০টায় টঙ্গীর রেল স্টেশনের ছিন্নমূল ৭শ’ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
