
সানাউল্লা স্বপন: গাজীপুর মহানগরের বসুরা কাজীবাড়ী এলাকার বাইপাস পাকা রাস্তার উপরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে মেট্রোপলিটন গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর মেট্রোপলিটন সদর থানার সামন্তপুর এলাকার মনির হোসেনের ছেলে মো: হাছিব হোসেন (২০), একই এলাকার মো: কবির হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯), মো: ইসমাইল হোসেনের ছেলে মো: রিফাত হোসেন (১৮), মো: বাবুল মিয়ার ছেলে মো: রিফাত (১৮) এবং ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার কাকনহাটি এলাকার মো: লুৎফর রহমানের ছেলে মো: মোশারফ হোসেন (২০)। গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি ছুরি একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে।
মেট্রোপলিটন গাছা থানার ওসি (তদন্ত) মো: মালেক খসরু খান জানান, সোমবার রাতে একদল ডাকাত অস্ত্রসস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানাধীন বসুরা কাজীবাড়ী বাইপাস রাস্তায় উপর অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর সময় স্থানীদের সহযোগিতায় পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় আরো চার জন ডাকাত পালিয়ে যায়। পরে গ্রেফতারকৃতদের কাছে থাকা দেশীয় কয়েকটি অস্ত্র উদ্ধার হয়েছে। ডাকাতরা স্থনীদের উপর মারমুখী হওয়ায় স্থানীয় জনগন উত্তেজিত হয়ে মারধোর করে। এতে ডাকাতরা জখম হলে স্থানীয় তায়রুননেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে গাছা থানার এসাআই উদয়ন বিকাশ বড়ুয়া বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।
