
ডেইলি গাজীপুর প্রতিবেদক: কোরআন খতম, শহীদের মাজার জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কর্মি শহীদ মুহাম্মদ নঈম উদ্দীনের ১০ম শাহাদতবার্ষিকী যথাযোগ্য মর্যদায় পালন করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাউজান হলদিয়া ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় শুক্রবার নঈম দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান উপজেলা উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা শামসুল আলম নঈমী, ইসলামী ফ্রন্ট ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আলী সিদ্দিকী, যুবসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক যুবনেতা মোঃ আলমগীর হোসাইন, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস রেজা, যুবনেতা মোঃ নুরুল ইসলাম, যুবনেতা মোঃ মাসুদ পারভেজ, ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, ছাত্রনেতা ফারহান, শাকিব, মামুন প্রমুখ। উল্লেখ্য, ২০১০ সালের ১৫ এপ্রিল হাটহাজারী কলেজ মাঠের মুনিরিয়া সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে রাউজান মুন্সিরঘাটা এলাকায় মুনিরিয়া সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৯ দিনের মাথায় শাহাদত বরণ করেন।
