ত্রিশালে ১৮ মে থেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

0
189
728×90 Banner

এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহ ত্রিশালে সামাজিক দূরুত্ব ও প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ১৮ মে সোমবার হতে উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা।
সারা দেশের ন্যায় ত্রিশাল উপজেলায় লকডাউন শিথিল করা হলে, সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলতে শুরু করে। পুনরায় যৌবন ফিরে পায় ব্যবসা প্রতিষ্ঠানগুলি। ঈদ উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সামাজিক দুরুত্ব বজায় রাখার নির্দেশনা মানতে ব্যর্থ হচ্ছে। যার ফলে সামাজিক দূরুত্ব ও প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে ১৮ মে হতে উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। শুধু খোলা থাকবে পূর্বের ন্যায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত।
শনিবার (১৬ মে) বিকাল ৪টার সময় ত্রিশাল উপজেলা পরিষদে সামাজিক দূরুত্ব বজায় রেখে ব্যবসায়ীদের নিয়ে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, ত্রিশাল পৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তরিকুল ইসলাম, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাঃ আজিজুর রহমান, বিআরডিবি চেয়ারম্যান নবী নেওয়াজ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এনবিএম শোভা মিয়া আকন্দ, ত্রিশাল বাজার কমিটির সভাপতি ও ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা প্রমূখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here