ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

0
196
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকমের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা দেড়টার দিকে বার্ধক্যজনিত রোগে কুমিল্লার চৌদ্দগ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুকালে বিশিষ্ট এ ব্যবসায়ী স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
লতিফুর রহমান দুই বছর ধরেই অসুস্থ ছিলেন। বেশিরভাগ সময়ই তিনি কুমিল্লার চৌদ্দগ্রামের বাড়িতে থাকতেন।
তিনি এমন দিনে মারা গেলেন, যেদিন তার নাতি ফারাজ আইয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী। মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারাজ হোসেন ২০১৬ সালের ১ জুলাই ঢাকার হোলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় নিহত হন।
লতিফুর রহমান প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রতিষ্ঠাতা ও অন্যতম মালিক। এছাড়া আন্তর্জাতিক ফুড চেইন পিৎজা হাট ও কেএফসি, পেপসি এবং ফিলিপসের বাংলাদেশে ফ্রাঞ্চাইজির মালিক ছিলেন তিনি।
বিশিষ্ট এই ব্যবসায়ী ২০১২ সালে মর্যাদাপূর্ণ বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পেয়েছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here