
ডেইলি গাজীপুর প্রতিবেদক : কোনাবাড়ী থানা যুবলীগের উদ্যোগে মুজিব শতবর্ষ উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি বৃহস্পতিবার দেওয়ালিয়াবাড়ী আ.ক.ম মোজাম্মেল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো: শাহাব উদ্দিন, কোনাবাড়ী থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিকুর রহমান জিয়া, যুবলীগ নেতা হাজী গিয়াস উদ্দিন মোড়ল, রেজাউল করিম, জাকির হোসেন জয়, মারুফ হোসেন দেওয়ান, মিজানুর রহমান, ১২নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহমুদুল হাসান বাপ্পি, ১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা এড. রুহুল আমিন, হাসান সরকার, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা জাফর বেপারী রনি, শ্রমিক নেতা জাহিদ হাসান বিপ্লব, কৃষকলীগ নেতা সোহেল মিয়া, কামাল হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল আলম নাহিদ প্রমুখ।
এ সময় কোনাবাড়ী থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী তোফাজ্জল হোসেন বলেন, জাতীয় বৃক্ষরোপন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সারা দেশে যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগের আহŸায়ক কামরুল আহসান সরকার রাসেল আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যেন প্রতিটি থানা ও ওয়ার্ডে এই কর্মসূচি পালন করি। তারই অংশ হিসেবে কোনাবাড়ী থানা যুবলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছি। কোনাবাড়ী থানার প্রতিটি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে তারা যেন প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।
