
ডেইলি গাজীপুর প্রতিবেদক: সরকারি পাটকলগুলোর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা তথা পাওনা হিসাবের জন্য গত রবিবার পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। কমিটির সভাপতি করা হয়েছে অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে। সদস্য হিসেবে রয়েছেন যুগ্ম সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত মহাহিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ মমিনুল হক ভূইয়া এবং অতিরিক্ত উপমহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (রিজার্ভ) মো. সাইদুর রহমান সরকার। সদস্যসচিব হচ্ছেন সিনিয়র সহকারী সচিব নুরউদ্দিন আল ফারুক।
