
তালা (সাতক্ষীরা)প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় সোহবান ফকির (৬৫)নামে এক ব্যাক্তি সজিনা গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদাহ গ্রামের মৃত মোহর আলী ফকিরের ছেলে।মঙ্গলবার (২১জুলাই)সকালে তার ঝুলান্ত লাশ উদ্ধার করে তালা থানা পুলিশ।
স্থানীয়রা জানান, গত আড়াই মাস আগে তার স্ত্রীর মারা যায়। স্ত্রীর মৃত্যুর শোকে সোহবান ফকির মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।তারই জেরে সোমবার রাতে কোন এক সময় বাড়ীর পাশ্ববর্তী বিলের পাশে সজিনা গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। মঙ্গলবার সকালে এলাকাবাসী গাছে তার ঝুলান্ত লাশ দেখে তালা থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থালে পৌছিয়ে লাশটি উদ্ধার করে।স্থানীয়রা আরো জানান, গত ৩০বছর আগে তার পিতা মোহর আলী ফকির একই জায়গায় আত্মহত্যা করেছিল।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি)মেহেদী রাসেল তার মৃত্যু ঘটনাটি নিশ্চিত করে জানান,এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
