
নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা -৫ আসনে উপ-নির্বাচনের এক আলোচনা সভায় কামরুল হাসান রিপনকে নৌকার প্রার্থী করার জোড় দাবী জানিয়েছেন আওয়ামী, যুবলীগ, শ্রমীকলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ স্থানীয় নেতা-কর্মীরা।
আজ রবিবার বিকেলে যাত্রাবাড়ী ধলপুর এক আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন কে নৌকার প্রার্থী করার জোড় দাবী করা হয়। অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপন । এ সময় তিনি বলেন, আমি মাস্তান, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ প্রশ্রয় দেইনা। ভবিষ্যতে এমপি হলেও প্রশ্রয় দিবনা। আমি এমপি হলে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী তথা ঢাকা-৫ আসনকে উত্তরার মত একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই সক্রিয়ভাবে মাঠে থেকে কাজ করেছি। লিফলেট বিতরণ থেকে শুরু করে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার, সুরক্ষা মাস্ক, ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি পবিত্র রমজানে ইফতার বিতরণ এবং হতদরিদ্র-মেহনতি মানুষের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিয়েছি। শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবেলায় এখনও মানুষের সেবা করে যাচ্ছি।
তিনি বলেন, ‘ছাত্রজীবন থেকেই সাধারণ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছি আমি। অনেকেই রাজনীতি করে পকেট ভারী করার জন্য। মাস্তানি-সন্ত্রাসীর মাধ্যমে নিজেদের অধিষ্ঠিত করার জন্য। কিন্তু আমি রাজনীতি করেছি মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। নিরীহ মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। তাই আমার বিশ্বাস আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেলে নৌকাকে বিশাল ভোটে জয় উপহার দিতে পারবো। শুধু তাই নয়, অত্র এলাকার জনসাধারণ এখনও অবহেলিত। বিভিন্ন ধরণের সামাজিক প্রতিকূলতা লক্ষণীয়। কাঁচা রাস্তা, ড্রেনেজ সিস্টেমে সমস্যা। অনেক কারখানা রয়েছে যারা বর্জ্য ফেলে পরিবেশ নষ্ট করছে। আমি এগুলোতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরিবেশ দূষণ রোধ করতে চাই। এছাড়া অত্র এলাকায় নেই কোন উন্নতমানের আধুনিক কমিউনিটি সেন্টার। তাই আমার বিশ্বাস এমপি হতে পারলে আমি জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে অনেক বড় বাজেট এনে সেগুলো নিরসনে কাজ করতে পারবো। পাশাপাশি সকল সমস্যা যাচাই বাছাই করে তা অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করা হবে। এসময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এমনকি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
