
মোঃরফিকুল ইসলাম মিঠু : রাজধানীতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। তাদের মধ্যে চারজন নাইজেরিয়ান ও একজন বাংলাদেশি।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে র্যাবের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক সুজয় সরকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে মিরপুর ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজন নাইজেরিয়ার নাগরিক। এই চক্রের বাংলাদেশি এজেন্ট টুম্পা আক্তার।
র্যাব জানায়, টুম্পা কাস্টমস কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। চার নাইজেরিয়ানকে নিয়ে তিনি গড়ে তুলেছিলেন একটি চক্র। তারা বিত্তশালী ব্যক্তিদেরকে টার্গেট করতেন। পরে দামি উপহার পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। এই চক্রের হাতে প্রতারণার শিকার হওয়া বেশকিছু মানুষ র্যাবের কাছে অভিযোগ জানিয়েছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আটককৃত চার নাইজেরিয়ান হলেন অনুরাহ নামদি ফ্রাংক, উদেজ ওবিনা রুবেন, ম্যাকদুহু কেভিন ও ফ্রাংক জ্যাকব। তাদের কাছ থেকে পাসপোর্ট জব্দ করা হয়েছে।
