
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ায় এখন গ্রামে গ্রামে ঘুরছে আলোর ফেরিওয়ালা, জানতে চাচ্ছে বিদ্যুৎ লাগবে কার। অথচ এই কাপাসিয়াতেই বিদ্যুৎ সংযোগ নিতে গ্রাহকদের মাসের পর মাস ঘুরে দালালের মাধ্যমে ৮/১০ হাজার টাকা খরচ করতে হতো। বৃহস্পতিবার বিকেলে শতভাগ বিদ্যুতায়ন ও গ্রাহকদের হয়রানী দুরিকরনে আলোর ফেরিয়ালা কার্যক্রম চালু করলো গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাপাসিয়া জোনাল অফিস। আনুষ্ঠানিকভাবে উপজেলার আড়াল বাজার এলাকায় এই কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
জেনারেল ম্যানেজার গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতিÑ২ প্রকৌশলী মোঃ হাসান শাহ্ নাওয়াজ জানান, গ্রাহকরা শুধুমাত্র ওয়ারিং করা থাকলে মাত্র ৪৫০ টাকা দিয়ে সঙ্গে সঙ্গে পাচ্ছেন বিদুৎ সেবা। ভ্যানে করে বিদ্যুতের তার, মিটার ও আনুষাঙ্গিক জিনিসপত্র নিয়ে প্রতিটি গ্রামের পাড়ায় পাড়ায় গিয়ে খোঁজ নিচ্ছেন বিদ্যুৎ লাগবে কার। গত দুই দিনে উপজেলার সদর ইউনিয়নের বরুন ও কান্দানিয়া গ্রামে এবং সনমানিয়া ইউনিয়নের আড়াল গ্রামে মোট ৬০ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রেজাউর রহমান লস্কর মিঠু, ডেপুটি জেনারেল ম্যানেজার কাপাসিয়া জোনাল অফিস আবু মোঃ ইয়াহিয়া আকন্দ, সহকারী জেনারেল ম্যানেজার (সদস্য সেবা) মোঃ জহির আব্বাস খান, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
