রাজধানীতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
112
728×90 Banner

এস,এম,মনির হোসেন জীবন : রাজধানীর শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ রহমত উল্লাহ (২৭), মোঃ জাহাঙ্গীর আলম (৪২), মোঃ রমজান (৩৩), মোঃ রফিক (১৯), মোঃ আমিনুল ইসলাম (৩৫) ও মোছাঃ ফজিলা খাতুন (২৬)।
ডিএমপির এক সংবাদ বিঞ্জপ্তিতে আজ শনিবার এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোয়েন্দা উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারি পুলিশ কমিশনার শাহিদুল ইসলামের উদ্বৃতি দিয়ে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে রাজধানীর কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট এনে ঢাকা শহরের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রির জন্য শাহবাগ থানার দোয়েল চত্বর এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত রহমত উল্লাহ, রফিক ও আমিনুল কক্সবাজারের মাদক ব্যবসায়ীদের কাছ হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা এনে গ্রেফতারকৃত জাহাঙ্গীর, রমজান ও ফজিলা খাতুনের কাছে বিক্রি করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here