
এস,এম,মনির হোসেন জীবন : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব -৪) এর একটি দল ঢাকা জেলার আশুলিয়া থানার বড়িরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ,বিয়ার ও গাঁজাসহ ৫ মাদককারবারিকে আটক করেছে।
এলিট ফোর্স র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান চৌধুরী আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোঃ নাজমুল হাসান (২৩), অনিক সরকার (২৩), জেলা-ঢাকা, মোঃ সোহাগ (২৯), জেলা-বগুড়া, মোঃ ফজলে রাব্বি (২২), জেলা-চাঁদপুর ও আসাদ আলী (২৩), জেলা-কুষ্টিয়া।
এসময় তাদের কাছ থেকে ৬০ ক্যান বিয়ার ৭ বোতল বিদেশী মদ, ১ কেজি গাঁজা, ৬ টি মোবাইল ফোন, ১০ টি সিমকার্ড এবং মাদক বিক্রিত নগদ ১২ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।
র্যাব-৪ এর (মিডিয়া কো-অর্ডিনেটর) আরও জানান, সোমবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল আশুলিয়া থানার বড়িরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করেছে।
জিয়াউর রহমান চৌধুরী আরও জানান, তারা দীর্ঘ দিন যাবত দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সংগ্রহ করে আশুলিয়া এলাকায় ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
