
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের ৫২নং ওয়ার্ড তিলারগাতি ইউনিট আওয়ামী লীগের সম্মেলন ও ৫২ নং ওয়ার্ড নব নির্বাচিত আহবায়ক কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠান সোমবার বিকেলে অনুস্টিত হয়েছে। তিলারগাতি গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আহম্মেদ খানের সভাপতিত্বে এবং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জাকির হোসেনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নব নির্বাচিত আহবায়ক মোঃ হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব নির্বাচিত সদস্য সচিব হাজী মোঃ ইয়াসিন মিয়া,১ নং যুগ্ম আহবায়ক মোঃ শুক্কুর আলী, সিদ্দিকুর রহমান, আলী আজম, তিলারগাতি ইউনিট আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী আবু শাহীন মিয়া,আওয়ামী লীগ নেতা শরাফত হোসেন,মজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ মিয়া, গাজীপুর মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী মোল্লা,টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদী, টঙ্গী পশ্চিম থানা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জালাল মিয়া,স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুকুমার সরকার, তিলারগাতি ইউনিট আওয়ামী লীগ নেতা মোস্তাফা মিয়া, নুর মোহাম্মদ, আবুল হোসেন, ওমেদ আলী, গিয়াস উদ্দিন, যুবলীগ নেতা নুর মোহাম্মদ শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ,আলোচনা সভা শেষে ৫২ নং ওয়ার্ড আওয়ামী লীগের নব নির্বাচিত আহবায়ক হায়দার আলী, সদস্য সচিব হাজী মোঃ ইয়াসিন মিয়া,যুগ্ম আহবায়ক শুক্কুর আলী, সিদ্দিকুর রহমান, ও আলী আজমকে সংবধনা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।
