
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ): বিশিষ্ট রাজনীতিবিদ, মানবাধিকার ব্যক্তিত্ব, ঠিকাদার, সমাজ সেবক খন্দকার রবিউজ্জামান সিপার খন্দকার রবিউজ্জামান সিপার এর ১২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফেরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর ছোট ভাই খন্দকার রবিউজ্জামান সিপার স্মৃতি পরিষদের চেয়ারম্যান খন্দকার মাসুদ-উজ-জামান।
আজ ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে তিনি দোয়া প্রার্থনা করেন।
বিজ্ঞপ্তিতে খন্দকার মাসুদ-উজ-জামান বলেন, “আমি আমার ভাইকে হারিয়েছি। তিনি বেঁচে থাকলে দেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আজ জাতীয়তাবাদী রাজনীতির মধ্যে আমরা তাঁর মত ত্যাগী নেতার অভাববোধ করছি। তার এই দুরদর্শীতার কারণে দুষ্কৃতিকারীরা তাকে সুপরিকল্পিতভাবে তার নিজ বাড়িতে ২০০৮ সালে হত্যা করে।”
মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত ২৭ ডিসেম্বর ২০২০ রবিবার বিকাল ৪ ঘটিকায় খন্দকার রবিউজ্জামান সিপার স্মৃতি পরিষদের উদ্যোগে হাইকোর্ট মসজিদ প্রাঙ্গনে বাদ আছর দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাইকোর্ট মসজিদের পেশ ইমাম, মাওলানা আহমাদ রেজা ফারুকী, মুফাসসিরে কুরআন, ভাষ্যকার, চ্যানেল আই। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ছোট ভাই তারা নিউজ বিডি.কম টিএনবির সম্পাদক ও প্রকাশক খন্দকার মাসুদ-উজ-জামান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। দোয়া ও মোনাজাতের পর দুঃস্থদের মাঝে তবারক বিতরণ করা হয়।
