
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাছা প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান রোববার বোর্ড বাজার মোল্লা কনভেনশন সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সত্যের পূজারী। তাই সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোন বিকল্প নেই। তিনি আরো বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তারা দেশ ও সমাজের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ। তাই দেশও জাতির কণ্যাণে সাংবাদিকদের অবদান রয়েছে। আগামী দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তারা সততা ও নিষ্ঠার সাথে কাজ করবেন এটাই আমার প্রত্যাশা। গাছা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আঃ হামিদ খানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, মহিলা কাউন্সিলর পুষ্পা আক্তার মায়া, গাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, মহানগর আওয়ামীলীগের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মহনগর ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, আলহাজ¦ ডা: হাফিজুর রহমান খান, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, গাছা থানা কৃষকলীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন, গাছা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাসেদুজ্জামান জুয়েল মন্ডল, গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মো: শফিকুল ইসলাম শফিক, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি আব্দুস সুবহান, ছাত্রলীগ নেতা মানিক পাঠানসহ গাছা থানা আওয়ামী সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে গাছা প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
