
হলধর দাস, নরসিংদী : আজ মঙ্গলবার বিকেলে নরসিংদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হারুন অর রশিদ এর নির্বাচনী ক্যাম্প ভাংচুর হয়েছে।
এর প্রতিবাদে আজ মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলন করেছে বিএনপি প্রার্থী হারুন অর রশিদ।
শহরের লাইব্রেরী পট্টির প্রধান নির্বাচনী ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে হারুন অর রশিদ হারুন বলেন, ইউএমসি গেইট থেকে সাটিরপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে স্থাপিত ধানের শীর্ষ প্রতীকের ৭টি নির্বাচনী ক্যাম্প ভাংচুর করে সন্ত্রাসীরা। এসময় তারা উঠান বৈঠকের জন্য করা আয়োজন তছনছ করে দিয়েছে এবং চেয়ার, টেবিল ভাংচুর করেছে। অতীতে যারা নরসিংদী শহরে লুটপাট, ছিনতাই, চাঁদাবাজী, হত্যাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল তারাই আজকে প্রতিপক্ষের পক্ষ নিয়ে আমার নির্বাচনী ক্যাম্পগুলো ভেঙ্গে দিয়েছে। আমার প্রতিপক্ষ বুঝতে পেরেছে যে নিরপেক্ষ নির্বাচন হলে তার ভরাডুবি হবে। তাই বিএনপির কর্মীদের ভোট দানে নিরোৎসাহিত করার জন্য এসমস্ত অপকর্ম চালিয়েছে।
সংবাদ সম্মেলনের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা সুলতান উদ্দিন মোল্লা, মন্জুর এলাহী,এডভোকেট এম এ বাছেদ, গোলাম কবির কামাল, বাবুল সরকার, করিব আহমেদ প্রমুখ।
