গাজীপুরে তারেকের বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে মন্জুরুল রনির নেতৃত্ব বিক্ষোভ মিছিল

0
330
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ বুধবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গাজীপুর মহানগর বিএনপির সদস্য সচিব প্রার্থী, সাবেক মন্ত্রী ও মেয়র এম. এ মান্নানের পুত্র এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে ও নির্দেশনায় গাজীপুর মহানগরের প্রানকেন্দ্র চান্দনা চৌরাস্তায় বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ৷
এতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ৯টি থানা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, গাজীপুরে মহানগর বিএনপি অধ্যাপক এম. এ মান্নান স্যারের একমাত্র উত্তরসূরী মনজুরুল করিম রনির নেতৃত্বে যেকোনো সময়ের চেয়ে অত্যন্ত শক্তিশালী, সুদৃঢ় ও ঐক্যবদ্ধ আছে ও থাকবে৷ তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও স্বৈরাচারী সরকারমুক্ত বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আাগামীদিনে রনির নেতৃত্বে দূর্বার আন্দোলন সংগ্রামে গাজীপুরের সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছে৷ হাজার হাজার নেতাকর্মীর বিক্ষোভ মিছিলটি পরে নগরীর চান্দনায় গিয়ে শেষ হয়৷

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here