টঙ্গীতে বিদ্যুৎতের টাওয়ারে নিচে চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

0
278
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর মহানগর টঙ্গীতে বিদ্যুতের লোহাড় টাওয়ার সরানোর সময় গোড়া থেকে বাঁকা হয়ে পড়ে ৩ শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন সোহাগ সরকার (২৫), সাইফুল (২৬), সুমন ( ৪৫)। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ইস্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইস্পিড ওয়াল সিএনজি স্টেশনের সামনে মেসার্স ন্যাটওয়ার্ক কোম্পানীর ঠিকাদার সেকান্দার আলীর তত্ত্বাবধানে বৈদ্যুতিক টাওয়ার অপসারণের সময় হঠাৎ করে টাওয়ারটি গোড়া থেকে বাঁকা হয়ে পড়ে। এ সময় শ্রমিকরা টাওয়ারের উপরে সেপটি বেইল পড়ে কাজ করার সময় টাওয়ারের নিচে চাপায় পড়ে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। অপর একজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা নেয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত সোহাগ সরকারের বাড়ি জামালপুর জেলার, জামালপুর থানার বাহ্মণপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। বাকি দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here