আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধিঃ লাল তীর সীড লিমিটেড বগুড়া আঞ্চলিক বিপনন কার্যালয়ের আয়োজনে ‘ভালো বীজে ভালো ফলন’ এ শ্লোগানে রবিবার বগুড়ার সদরের পাঁচবাড়ীয়া সালামতের মোড়ে হাইব্রীড গাজর সি.আর.এস-০১৬ সবজি প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে হাইব্রীড গাজর সি.আর.এস-০১৬ ক্ষেত পরিদর্শন শেষে কৃষকদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মাশরেফুল আলম। কৃষক সালামত আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেড বগুড়ার ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান, রিজিওনাল ম্যানেজার কৃষিবিদ আবু রায়হান, পিডিএস ম্যানেজার ইমদাদুল হক, টেরিটরি ম্যানেজার আব্দুস সালাম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ডিলার পিন্টু, সফল গাজর চাষী সামছুল হক প্রমূখ।
Home কৃষি,অর্থ ও বানিজ্য লাল তীর সীড লিমিটেডের উদ্যোগে বগুড়ার পাঁচবাড়ীয়াতে হাইব্রীড গাজর সবজি প্রদর্শনী ও...