
ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মোঃ রোমান শাহ আলম করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি রয়েছেন। গত সপ্তাহে তার করোনা পজিটিভ হলে তিনি গাজীপুর সরকারী হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রোমান শাহ আলমকে আইসিইউতে স্থানান্তর করেন।
রোমান শাহ আলমের দ্রুত আরোগ্য কামনা করে গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। অপরদিকে জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দীন বুলবুল এক বিবৃতিতে সাংবাদিক রোমান শাহ আলমের দ্রুত আরোগ্য কামনা করেন।
