
এস, এম, মনির হোসেন জীবন – রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ১৯ কেজি ৬০০ গ্রাম গাঁজা এক নারীসহ ৩ মাদক ব্যবসায়ীকে প্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) এর এএসপি (মিডিয়া) এনায়েত কবীর সোয়েব আজ রোববার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিওিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে
র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৯ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হচেছ- মোঃ আসিফ মাতব্বর (১৮), রিনা বেগম (৩৫) ও মোঃ রিপন(২৯)।
এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি প্রাইভেটকার, ৪টি মোবাইল ফোন ও নগদ ৭৬০ টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত মাদকের বাজার মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা বলে জানা গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিন কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গাঁজা সহ অন্যান্য মদকদ্রব্য সরবারহ আসছিল।
এবিষয়ে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
