
ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে মহাপরিচালক, র্যাব ফোর্সেস মহোদয়ের কোরবানীর পশুর হাট পরিদর্শন করেছেন।
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১৮ জুলাই ২০২১ ইং তারিখ আনুমানিক বিকাল ০৪.৩০ ঘটিকায় মহাপরিচালক র্যাব ফোর্সেস জনাব চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম মহোদয় রাজধানীর খিলক্ষেত থানাধীন ৩০০ ফুট রোড সংলগ্ন কোরবানীর পশুর হাট পরিদর্শণ করেন। এ সময় র্যাব ফোর্সেস এর অতিরিক্ত মহাপরিচালক(অপারেশনস্), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), পরিচালক (লিগ্যাল ও মিডিয়া উইং), র্যাব সদর দপ্তরের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। র্যাব মহাপরিচালক পশুর হাটে র্যারেব অস্থায়ী ক্যাম্পে অবস্থিত র্যাব কন্ট্রোল রুম, করোনা প্রতিরোধ এবং সচেতনতা বুথ, ওয়াচ টাওয়ার, জালনোট শনাক্তকারী মেশিন পরিদর্শন করেন। এছাড়াও র্যাব মহাপরিচালক হাটে উপস্থিত পশু ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের মাঝে হ্যান্ড সানিটাইজার এবং মাস্ক বিতরণ করেন। র্যাব মহাপরিচালক পশু ব্যবসায়ীদেরকে স্বাস্থ্যবিধি মেনে পশু বিক্রয় করতে উপদেশ দেন এবং পশু ক্রয়-বিক্রয়কে কেন্দ্র করে কোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হবে না বলে পশু ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। পাশাপাশি, জাল টাকার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন এবং প্রয়োজনে র্যাবের জালটাকা শনাক্ত করার বুথে সহযোগিতা নেয়ার পরামর্শ প্রদান করেন। জরুরী প্রয়োজনে পশু ব্যবসায়ীসহ দেশের সকল জনগনকে র্যাবের হটলাইন নাম্বার ০২৫৫৬৬৯৯৯৯, ০১৭৭৭৭২০০২৯ এর মাধ্যমে সহযোগিতার জন্য যোগাযোগ করার পরামর্শ প্রদান করেন।
