

মোঃরফিকুল ইসলাম মিঠু: রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে ৮,০০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দক্ষিণখান থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- রেহানা আক্তার সাথী, মোঃ আব্দুর রব রাব্বি ও মোঃ সুমন মিয়া। দক্ষিণখান থানার কাওলা শিয়ালডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মামুনুর রহমান জানান, এ্যাপোলো-৯৪ টিম ডিউটি করাকালীন তথ্য আসে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য দক্ষিণখান থানা কাওলার শিয়ালডাঙ্গা রোড এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত রেহানার নিকট হতে ছয় হাজার, রাব্বির নিকট হতে এক হাজার ও সুমনের নিকট হতে এক হাজার পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা দেশের
বিভিন্ন এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় করতো।
এ সংক্রান্তে দক্ষিণখান থানায় মামলা রুজু হয়েছে।
