

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করলেন সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসা ইন।
সোমবার (১৫ নভেম্বর) সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৭২ এবং ৯২ ধারায় ১৪ টি মামলায় ১৪ জনকে মোট ১৫,৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
তাছাড়া দুইটি মোটরসাইকেলের কোনো কাগজপত্র না থাকায় নবীনগর থানার নিকট হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
