

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে পূর্ব থানা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬০ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন ইসমাইল শিকদার বসু।
বৃহস্পতিবার বিকালে কলেজগেট এলাকায় গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকারের রাজনৈতিক কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব সোহরাব উদ্দিন।
গাজীপুর মহানগর বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন সরকারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, মাহবুবুল আলম শুক্কুর, মো. সুরুজ আহমেদ, জয়নাল আবেদীন তালুকদারসহ নবগঠিত আহ্বায়ক কমিটি ও বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
পরে এক আনন্দঘন পরিবেশে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন শরাফত হোসেন, রাশেদুল ইসলাম কিরণ, সরকার জাবেদ আহমেদ সুমন, আব্দুল মোমেন, নূর মোহাম্মদ, জসিম উদ্দিন দেওয়ান, শফি উদ্দিন শফি, মোখলেছুর রহমান, সালাহ উদ্দিন এমকম, আব্দুল রহিম খান কালা, আমিনুল ইসলাম লিটু, হারিছ আহমেদ মৃধা, জাহাঙ্গীর আলম ভেন্ডার। এতে সদস্য পদে রয়েছেন লিয়াকত আলী (১), সুরুজ্জামান মাস্টার, আইয়ুব আলী, সামছুল হুদা সরকার সুমন, নূর-ই-মোস্তফা খান, গাজী আমান উল্লাহ, শিশির সরকার, কবির হোসেন প্রমুখ।
