টঙ্গীতে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

0
165
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ভোরে টঙ্গীবাজার মিতালী পেট্রোলপাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- আব্দুর রাহিম (১৬), শামীম হোসেন বাবু (২৮), নুরে আলম (১৯) ও আরাফাত হোসেন (২২)।
পুুলিশ জানায়, একদল ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতি করার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে টঙ্গীবাজারের মিতালী পেট্রোলপাম্পের সামনে অবস্থান করছে। এ সংবাদ পেয়ে ভোর ৪টার দিকে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে ৪টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলার পর গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here