
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গী পশ্চিম থানা তিলারগাতি এলাকায় প্রভাবশালী ভূমিদস্যু মাসুদ মন্ডল ও রুবেল মন্ডল এর হাত থেকে বাঁচার জন্য তাদের ভাবি শারমিন সংবাদ সম্মেলন করেছেন।রবিবার সকালে টঙ্গীর সাংবাদিক ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শারমিন আক্তার তার লিখিত বক্তব্যে বলেন আমি শারমিন আক্তার স্বামী মোস্তাফিজুর রহমান , তিলারগাতি, টঙ্গী পশ্চিম থানা গাজীপুর । ২০১৭ থেকে ২০২২ এ যাবতকালে আমর দেবর বিএনপি-জামাতের সক্রিয় প্রভাবশালী ভূমিদস্যু মাসুদ মন্ডল ও রুবেল মন্ডলেএর হাতে নির্যাতিত হয়ে আসছি। বিভিন্ন সময় মাসের-পর-মাস সঙ্গবদ্ধ হয়ে অতর্কিত হামলা শিকার হয়েছি আমার পরিবার। আমার স্বামী মোস্তাফিজুর রহমান, বড় মেয়ে মার্জনা রহমান এবং ফারিয়া রহমান তুলতুল ছোট ছেলে ইয়াসিন এর উপর হামলা চালায় তাদের হামলার শিকার হয় আমরা একের পর এক মেডিক্যালে চিকিৎসা নেই ছাড়পত্র আমাদের কাছে আছে আমরা নির্যাতিত হয়ে থানায় শরণাপন্ন হলো পুলিশ কোন প্রকার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নাই বিধায় আমরা নিরুপায় হয়ে আদালতে মামলা দায়ের করি সেই মামলার কপি আমার কাছে সংরক্ষিত রয়েছে, পারিবারিক শত্রুতার জের ধরে আমাদের জাগা জমি দখল করার জন্য তারা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করে থাকেএকের পর এক মামলা এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা চলতে থাকে । শারমিন আক্তার সংবাদ সম্মেলনে বলেন গত ২৬/০১/২০২২ ইং তারিখে টঙ্গী পশ্চিম থানা পুলিশ সদস্যরা আমার বাসায় গিয়ে স্বামীর নাম ধরে ডাকতে থাকে একপর্যায়ে আমার ছোট মেয়ে ফারিয়া রহমান তুলতুণ বেরিয়ে আসে জানতে চায় তার বাবাকে কেন ডাকছেন আমার বড় মেয়ে অসুস্থ থাকায় আমি হাসপাতালে ভর্তি থাকে এ সময় মাসুদ মন্ডল এবং রুবেল মন্ডলের সহযোগিতায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ এসে আমার বাসায় হানা দেয় তাদের সহযোগিতায় আমার বাসায় গিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মাদকের মিথ্যা মামলায় অভিযোগ করে আমার স্বামীকে নিয়ে যায় তখন আমার মেয়ে বাবাকে বাঁচাতে গাড়ির সামনে আসলে সাদা পোশাকে থাকা এস আই সাব্বিরআমার মেয়েকে সাংবাদিক পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার চুল ধরে টেনে হেঁচড়ে রাস্তার উপর ফেলে চড় থাপ্পড় দিতে থাকে আমার মেয়ে হাত থেকে কোন ফোন আছাড় মেরে ভেঙ্গে ফেলে আমার স্বামীকে থানায় নিয়ে যায় এবং মিথ্যা মাদক মামলায় তাকে চালান করে দেয়। বর্তমানে আমার স্বামি না থাকার কারণে একের পর এক হুমকি-ধামকি আর পারিবারিক শত্রুতার জের ধরে মাসুদ মন্ডল এবং রুবেল মন্ডল আমাদেরকে জোরপূর্বক বসত-বাড়ি থেকে উচ্ছেদ করতে পাঁয়তারা হয়ে আসছে আমরা এই মুহূর্তে নিরাপত্তাহীনতায় ভুগছি আমি অসহায় হয়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করছি।
